যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবি করলেন মুক্তিযোদ্ধার সন্তানরা

যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবি করলেন মুক্তিযোদ্ধার সন্তানরা

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত বাস্তবায়নের দাবিতে আরও ৫টি ট্রাইব্যুনাল করার দাবি জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।

বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের মানববন্ধনে এ দাবি তোলা হয়।

যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার, ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি ও বিচারবিরোধীদের কঠোর শাস্তির দাবিতে এ মানবন্ধনের আয়োজন করা হয়।

মানবন্ধনে বক্তরা বলেন, যুদ্ধাপরাধীদের শাস্তি হোক এটা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের এক ও অভিন্ন দাবি। আমাদের দাবি বর্তমান সরকারের সময়ে কমপক্ষে ৫০ জন চিহ্নিত যুদ্ধাপরাধীর বিচার করতে হবে।

বক্তারা আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করতে না পারলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সুনাম ক্ষুণœ হতে পারে। এছাড়া দেশের শান্তিশৃঙ্খলা বিঘœ ঘটতে হতে পারে।

মানববন্ধন শেষে তারা আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ডা. কামরুল আহসান খান।

উপস্থিত ছিলেন কৃষক লীগের সহসভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান- এর সাধারণ সম্পাদক আশরাফুর ইসলাম নয়ন, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এমএ করিম প্রমুখ।

সভাপতিত্ব করেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’- এর সভাপতি হুমায়ন কবির।

বাংলাদেশ