টাঙ্গাইল শহরকে যানজটমুক্ত পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে ও লাইসেন্সবিহীন যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত বৈধ রিকশা মালিক ও শ্রমিকরা।
শনিবার সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
টাঙ্গাইল শহরে প্রায় ১০ হাজার বৈধ রিকশা চলাচল করলেও সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী ব্যাটারিচালিত মেট্রো রিকশা চালু করে। যা বিদ্যুৎ অপচয়ের পাশাপাশি শহরে অসহনীয় যানজট সৃষ্টি করছে এবং নিয়ন্ত্রণহীনভাবে চলছে। অনুমোদনহীন এসব যানবাহন বন্ধে জেলা পুলিশ ও টাঙ্গাইল পৌরসভার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান মালিক ও শ্রমিকরা।
ব্যাটারিচালিত রিকশার পাশাপাশি লাইসেন্সবিহীন যানবাহন শহরে চলাচল বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে তারা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।