চলতি অর্থবছর (২০১১-২০১২) বাংলাদেশ তার প্রবৃদ্ধি অর্জনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না বলে অনুমান করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বুধবার রাজধানীর এডিবি কার্যালয়ে ‘আউটলুট, ২০১২’ শীর্ষক প্রতিবেদনে এ অনুমান করা হয়েছে। এদিন প্রতিবেদনটি এশিয়ার সব দেশেই প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে এডিবি অনুমান করেছে, চলতি অর্থবছর সরকারের পক্ষে সর্বোচ্চ ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। গত অর্থবছর সরকার ৬ দশমিক ৭ শতাংশ অর্জন করতে সম্ভব হয়। আর চলতি বছর বাংলাদেশ সরকারের লক্ষ্য ৭ শতাংশ।
এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে চলতি বছরের নয় মাস অতিক্রান্ত হলেও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হয়নি। এসময়ে রফতানি প্রবৃদ্ধি আশাব্যঞ্জক নয়, ১০ শতাংশ। গত বছর একই সময়ে রফতানি প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৪ শতাংশ। এছাড়া আমদানিও কমেছে। এসব কারণে লক্ষ্য পূরণ সম্ভব নয়।
প্রতিবেদন উপস্থাপনের সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো। উপস্থাপন করেন সংস্থাটির সিনিয়র অর্থনীতিবিদ জাহিদ হোসেন।