দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অপারেশনাল প্রিজন সিকিউরিটি অফিসার পদে আগ্রহী কারা কর্মকর্তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান কারারক্ষী ও ডেপুটি জেলার পদমর্যাদার কারা কর্মকর্তা, যাদের চাকরির বয়স ৫ বছর হয়েছে তারা এ পদে দরখাস্ত করতে পারবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদার বরাত দিয়ে ২ মার্চ কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আগ্রহী কারা কর্মকর্তাদের আগামী ১০ মার্চের মধ্যে আবেদনপত্র কারা অধিদফতরে পাঠাতে এক চিঠি ইস্যু করেন।
কারা কর্মকর্তাদের জাতিসংঘ মিশনে চাকরি হওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় কারা অধিদফতরের কর্মকর্তারা খুশি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা আশাব্যঞ্জক অভিব্যক্তির মাধ্যমে তারা এটি খুব আনন্দের খবর বলে জানাচ্ছেন।