সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার সকাল ১০টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কালিঞ্চি নদী থেকে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।
কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের অফিসার শাফিকুর রহমান জানান, তিন হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে পৃথক অভিযানে ভোররাতে কলাগাছিয়া এলাকা থেকে গরান কাঠ ভর্তি একটি নৌকা জব্দ করে বুড়িগোয়ালীনি বন বিভাগের সদস্যরা।
বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন জানান, ঘটনায় বন আইনে মামলা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।