আসন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত।
বৃহস্পতিবার দুপুর দু’টার দিকে সহকারি রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় মুহিবুর রহমান মানিক এমপি, আবদুল মজিদ এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাস,উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, শাল্লা উপজেলার সাধারণ সম্পাদক আল আমীন চৌধুরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশাররফ মিয়াসহ দিরাই ও শাল্লা উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুলের বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহিবুর রহমান মানিক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী সামছুল হক টুকু, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এমপি, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, পৌর আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া, শাল্লা উপজেলা পলিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রান্টুলাল দাস প্রমুখ।
এছাড়াও সুনামগঞ্জ জেলা রিটার্র্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি (এরশাদ) অ্যাড. জাহির আলী, জাসদ (ইনু) আমিনুল ইসলাম, জাসদ (আম্বিয়া) সালেহীন শুভ ও স্বতন্ত্রপ্রার্থী সায়েদুর রহমান রেজু।
সুনামগঞ্জ-২ আসনের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হলে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন(ইসি)। তফশিল অনুযায়ী আগামী ৩০ মার্চ এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৮৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৪৭৪ ও মহিলা ১ লাখ ২২ হাজার ৩৬৪ জন