নতুন উদ্যোক্তাদের পদচারণায় মুখরিত পোল্ট্রি মেলা

নতুন উদ্যোক্তাদের পদচারণায় মুখরিত পোল্ট্রি মেলা

নতুন পোল্ট্রি খামার স্থাপনকারী ও শিল্পোদ্যোক্তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে তরুণ উদ্যোক্তরা এসেছেন এ মেলায়।

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ১০ম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার ২০১৭। ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কৃষিমন্ত্রী  মতিয়া চৌধুরী এ মেলার উদ্বোধন করেন।

Poultry

উদ্যোক্তারা ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন স্টল। কোন কোন স্টলে নতুন কি এসেছে সেদিকেই তাদের নজর বেশি। স্টলগুলোতে বসে থাকা এক্সপার্টদের কাছ থেকে খামারের টেকনিক্যাল বিষয়ে বিভিন্ন তথ্য জেনে নিচ্ছেন তারা। যারা স্টল নিয়ে বসেছেন, তাদের নিজেদের উৎপাদিত পণ্য ও সরঞ্জাম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন  তরুণ উদ্যোক্তাদের।

মেলা চলবে ২ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত। পোল্ট্রি, অ্যানিমেল ও মেডিসিন কোম্পানিসহ মোট ৪৯০টি দেশি বিদেশি স্টল নিয়ে শুরু হয়েছে এই মেলা। দেশের বৃহত্তম পোল্ট্রি শিল্প নিল সাগর গ্রুপ এই মেলায় অংশ নিয়েছে।

Poultry

নিল সাগর গ্রুপের (ডিরেক্টর মার্কেটিং) মো. মোস্তফা জাগো নিউজকে বলেন, আমাদের কোম্পানি পোল্ট্রির বাচ্চা উৎপাদন, লালনপালন, মার্কেটিং, পোল্ট্রি খাদ্য উৎপাদন, মৎস্য উৎপাদন, মাছের খাদ্য উৎপাদন করে থাকে। এসব পণ্যের প্রচারের জন্যই আমরা মেলায় এসেছি। তিনি আরও বলেন, খামারিরা সমস্যায় পড়লে আমাদের গ্রুপ থেকে তাদের সহযোগিতা করা হয়।

মেলায় স্টল নিয়েছে ডায়মন্ড গ্রুপ, আনোয়ার সিমেন্ট শিটসহ অনেক প্রতিষ্ঠান। ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সভাপতি শামসুল আরেফিন খালেদ এক প্রশ্নের জবাবে বলেন, সারাবিশ্বের পোল্ট্রি খামারিরা এবং পোল্ট্রিসহ অন্যান্য অ্যানিমেল ব্যবসায়ীরা এখানে একত্রিত হয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের এক্সপার্টরা পোল্টির নানা সমস্যা নিয়ে আলোচনা করবেন। বিশ্বের পোল্ট্রি শিল্পের ভবিষ্যত অগ্রগতি নিয়েও আলোচনা করবেন এক্সপার্টরা।

বাংলাদেশ