হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কমিউনিস্ট পার্টির এক শীর্ষ নেতার স্ত্রীর নাম প্রকাশ করেছে চীনা কর্তৃপক্ষ। একই সঙ্গে ঐ নেতাকেও তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এক ব্রিটিশ ব্যবসায়ী হত্যায় জড়িত সন্দেহে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চঙকিঙ শহরের কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান বো সিলাইয়ের স্ত্রীর নাম প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
সংবাদমাধ্যমটি জানায়, মঙ্গলবার চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্ব বো সিলায়কে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে বহিস্কার করে। একই সঙ্গে ব্রিটিশ ব্যবসায়ী হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী গু কায়লায়ের নামও প্রকাশ করে তারা।
এই আকস্মিক ঘোষণা চীনা কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে শীর্ষ নেতৃত্বের ক্ষমতার দ্বন্দ্বকেই প্রতিফলিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
চীনা কমিউনিস্ট পার্টির উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, কমরেড বো সিলায়ের বিরুদ্ধে মারাত্মক শৃংখলা পরিপন্থি কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এর পাশাপাশি ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেইউড মৃত্যুর ঘটনা আবারও তদন্ত করতে পুলিশের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানায় সংবাদ সংস্থাটি। ওই ব্রিটিশ ব্যবসায়ীকে চীনের চঙকিঙ নগরীতে মৃত অবস্থায় পাওয়া যায়।
চঙকিঙ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি দ্রুতবর্ধনশীল শিল্পায়িত নগর। গত মার্চ মাসে বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত বো সিলায় এই নগরীর কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন।
কেন্দ্রীয় কমিটি থেকে বো সিলায়ের বহিষ্কারের মাধ্যমে চীনের অন্যতম প্রতিশ্রুতিশীল কিন্তু বিতর্কিত এই রাজনীতিকের ক্যারিয়ার শেষ হয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা ।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি মূলত দুইশত সদস্য নিয়ে গঠিত। তারা বছরে একবার সম্মেলনে মিলিত হন। এই কেন্দ্রীয় কমিটি চীনের একটি শক্তিশালী প্রতিষ্ঠান। কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে ২৪ জনকে নিয়ে গঠিত হয় কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো। মহাশক্তিমান পলিটব্যুরোই চীনের যে কোন সিদ্ধান্ত নিয়ে থাকে। পরবর্তী পার্টি সম্মেলনে বো সিলায় এই পলিটব্যুরোর পদ প্রত্যাশী ছিলেন।
কেন্দ্রীয় কমিটি থেকে বহিস্কৃত হলেও তার পার্টির সাধারণ সদস্যপদ বহাল থাকবে কিনা এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।