ওয়াশিংটনে ২১শে আগষ্ট বেলুন উড়িয়ে উৎসব পালন করেছে জামায়াতিরা
বিশেষ প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জামায়াত সমর্থক ব্যবসায়ী পিপল এন্ড টেকের কর্নধার আবু বকর হানিফের উদ্যোগে ২১শে আগস্ট কেক কেটে ও বেলুন উড়িয়ে উৎসব অনুষ্ঠান উদ্যাপন করা হয়েছে। ওয়াশিংটনে বসবাসরত বাঙালি কমিউিনিটির এক বিশ্বস্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৫ আগষ্ট ও ২১শে আগষ্ট তারিখকে কেন্দ্র করে আগষ্ট মাসে কোনো বাঙালি উৎসবের আয়োজন করতে পারেনা। জামায়াত সমর্থক একটি গোষ্ঠি আমেরিকায় বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
মূলত প্রতিষ্ঠানটির স্কলারশিপের নামে তাদের বিজ্ঞাপন প্রচার করাই তাদের একমাত্র উদ্দেশ্য। প্রতিবছর স্কলারশিপ ঘোষণা দেয়া হলেও আজ পর্যন্ত কোনো ছাত্রকে স্কলারশিপ দেয়নি প্রতিষ্ঠানটি। মূলত এটিকে ট্যাক্স ফাঁকি দেয়ার একটি কৌশল বলে মন্তব্য করেছেন ওইখানকার বাঙালি কমিউনিটির লোকজন।
খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রজীবনে শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত এই হানিফ এখন জামায়াতের রাজনীতির সাথে জড়িত। তার অতিথি তালিকায়ও দেখা যায় সব জামায়াত-বিএনপির লোক।
সম্প্রতি আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক যুক্তরাষ্ট্র সফরে গেলে তার সাথে দেখা করে বাংলাদেশ সরকারের একটি মোটা অংকের প্রজেক্টও হাতিয়ে নেয় এই হানিফ। এ ব্যাপারে তখন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ করলে জনৈক হানিফ ফোন করে দেখে নেয়ার হুমকি দেন।