বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এ দলের ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন আশঙ্কা গুরুসিংহে।
১৯৯৬ সালে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আশঙ্কা গুরুসিংহে। ব্যাট হাতে বিশ্বকাপ জেতাতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে অনেকটাই অপ্রত্যাশিতভাবে মাত্র ৩১ বছর বয়সে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়ে অস্ট্রেলিয়া পাড়ি জমান। এবার অস্ট্রেলিয়ায় স্থায়ী সেই গুরুসিংহে বাংলাদেশের বিপক্ষে সিরিজে শ্রীলঙ্কান দলের ক্রিকেট ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।
পাকিস্তানের বিপক্ষে করাচিতে মাত্র ১৯ বছর বয়সে তার টেস্ট অভিষেক হয়েছিল। প্রথমদিনে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেন। শ্রীলঙ্কার হয়ে গুরুসিনহা ৪১টি টেস্ট ও ১৪৭টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন।