কলকাতা বাজিমাত করেছেন অনেক আগেই। আজকাল মুম্বাই যাতায়াত করছেন নিয়মিতই। বলিউডের স্ট্যাম্প পাওয়ার জন্য চেষ্টা করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
তার আগে আসছে শুক্রবার (৩ মার্চ) মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘অসমাপ্ত’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আশ্চর্য ভ্রমণ উপন্যাস অবলম্বনে সুমন মুখোপাধ্যায় পরিচালনা করেছেন ছবিটির। পবন কানোরিয়া প্রযোজিত ছবিটিতে স্বস্তিকা ছাড়া আরো অভিনয় করেছেন . পাওলি দাম, ঋত্বিক চক্রবর্তী, ব্রাত্য বসু, দিব্যেন্দু ভট্ট্যাচার্য, সন্তু মুখার্জী, অনিন্দ্য ব্যানার্জী, পৌলোমী দাস প্রমুখ।
নিজের চরিত্রটি নিয়ে স্বস্তিকা কলকাতার গণমাধ্যমে বলেন, ‘আমার চরিত্রের নাম টুকি। চরিত্রটা জটিল বলেই করছি। ওয়ান ডাইমেনশনাল চরিত্রে অভিনয় করার মধ্যে আর মজা কোথায়? উপন্যাসভিত্তিক গল্পের কোনও চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জটা আরও বড়। কারণ লেখকের ভাবনা আর পরিচালকের ভাবনা মিলিয়ে একটা মাপকাঠি তৈরি হয়। তার সঙ্গে নিজের চিন্তা মিশিয়ে চরিত্রটাকে জলজ্যান্ত করে তুলতে হয়। নিজের ইচ্ছেমতো পা বাড়ানো যায় না। তাই আমি বইটা পড়ে নিই। তারপর পরিচালকের সঙ্গে কথা বলে নিজের মতো চিন্তাভাবনা শুরু করি।’
তিনি আরও বলেন, ‘ছবিতে প্রথমবার ব্রাত্য দা’র স্ত্রী চরিত্রে কাজ করেছি। উনার মতো অভিনেতার সঙ্গে কাজ করার জন্যও এই ছবিটা আমার কাছে বিশেষ কিছু।’
ছবিতে কোনও গান নেই। শুধু গল্পের প্রয়োজনে আবহ সঙ্গীতব্যবহার করেছেন পরিচালক। সঙ্গীত পরিচালনার দায়িত্বে দেবজ্যোতি মিশ্র।