পাইরেসি ও দর্শক খরায় বেহাল দশা রেঙ্গুনের

পাইরেসি ও দর্শক খরায় বেহাল দশা রেঙ্গুনের

বলা হয়ে থাকে বক্স অফিসে সাড়া জাগাতে হলে মুক্তির প্রথম দিনেই বাজিমাত করতে হয়। কিন্তু গত শুক্রবার মুক্তি পেয়ে চারদিন পার করেও বোঝা যাচ্ছে ‘রেঙ্গুন’র জন্য সামনের দিনগুলো খুব একটা সুখকর হবে না। বরং বেশ সংগ্রাম করতে হবে বিনিয়োগ করা অর্থ তুলে আনতে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ‘রেঙ্গুন’ ছবিটি নির্মাণ করা হয়েছে। যেখানে কঙ্গনা সেনা সদস্যদের মনোরঞ্জনের জন্য পেশাদার নর্তকী মিস জুলিয়ার ভূমিকায় অভিনয় করেছেন। জানা যায়, মুক্তির প্রথম দিন থেকেই মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকের আনাগোনা কম।

প্রতিটি শোতেই ১০ থেকে ১৫ শতাংশ দর্শক কম উপস্থিত থাকছে। সাইফ আলী খান, শহিদ কাপুর ও কঙ্গনার মতো সুপারহিট তারকা থাকা স্বত্বেও ছবির বেহাল দশার কারণ ধরতে পারছেন না অনেকেই।

তবে কেউ কেউ মনে করছেন ছবি মুক্তির আগে শহিদ কঙ্গনার দ্বন্দ ও কঙ্গনার পর্দার বাহিরের বিতর্কিত জীবনই প্রভাব ফেলছে পর্দায়। এছাড়াও ছবিটি মুক্তির প্রথম দিনেই পাইরেসির স্বীকার হয়েছে। যার ফলে চারদিন পার হয়ে গেলেও ৮০ কোটি রুপি ব্যায়ে নির্মিত ছবিটি আয় করেছে মাত্র ৩৫ কোটি রুপি।

বিনোদন