যুক্ত রাস্ট্রের প্রবাব সালি জামাতির কর্ম কান্ড

পিপল এন টেকের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ২ মিলিয়ন ডলার স্কলারশিপ ঘোষণা

যু ক্ত রা ষ্ট্র

রফিকুল ইসলাম আকাশ

গত ২১ আগস্ট রোববার বৃহত্তর মেট্রো ওয়াশিংটন ডিসির সকল সংগঠনের কর্তাব্যক্তিদের নিয়ে পিপল এন টেকের ভার্জিনিয়া ক্যাম্পাসে হয়ে গেল টাউন হল মিটিং। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল পিপল এন টেকের পক্ষ থেকে বার্ষিক ২ মিলিয়ন ডলার অ্যাওয়ার্ড ঘোষণা। প্রতি বছরই বিভিন্ন ভিসা স্ট্যাটাস নিয়ে বাংলাদেশিরা স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছে কিন্তু কর্মক্ষেত্রের কঠিন বাস্তবতা তাদের হতাশ করছে, স্বপ্ন ভঙ্গের নতুন আবাসন গড়ছে সেই স্বপ্নিল জীবনে। অথচ বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও বাস্তবায়নকল্পে যোগ্য আইটি পারসনালিটি এখনও প্রয়োজনের তুলনায় অপ্রচুর।
পিপল এন টেক ১৯৯৪ সাল থেকে অদ্যাবধি প্রায় ৪ হাজার ব্যক্তিকে আইটি জগতের সম্মানজনক জীবিকা নির্বাহের পথ দেখিয়েছে। এন ওয়াই সি ডি এ অনুমোদিত এ প্রতিষ্ঠানের কর্ণধার এবং সিইও বাংলাদেশের কৃতী সন্তান, মেধাবী ও উদ্যমী, আইটি জগতের এক উজ্জ্বল নক্ষত্র, প্রবাসী বাংলাদেশিদের অহঙ্কার প্রকৌশলী আবুবকর হানিফ, যিনি টাউন হল মিটিং অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহত্তর মেট্রো ওয়াশিংটন বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের সরব উপস্থিতির মাঝে তুলে ধরেন পিপল এন টেকের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম।
সম্মানিত উপস্থিতিদের ভার্জিনিয়া ক্যাম্পাসের ম্যানেজার শ্রাবন্তী ভংগার ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু। এরপর প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কার্যক্রম, রিক্রুটিং ও মার্কেটিং ব্যাখ্যা করে প্রাঞ্জল উপস্থাপনা তুলে ধরেন প্রতিষ্ঠানের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ রিভানা শরাফউদ্দিন। এরপর প্রকৌশলী আবুবকর হানিফ স্বীয় স্বপ্নিল জীবনের সাফল্যচিত্র তুলে ধরে, বাংলাদেশিদের সম্মানজনক চাকরির নিশ্চয়তা ও সম্ভাবনা ব্যাখ্যা করে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে পিপল এন টেকের ২ মিলিয়ন ডলার স্কলারশিপ অ্যাওয়ার্ড ঘোষণা করেন, যা প্রতি বছর ৫০০ বাংলাদেশিকে প্রদান করা হবে।
অনুষ্ঠানে পিপল এন টেক সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত মেহরাব হোসেন, নুসরাত চৌধুরী, আব্দুস সাত্তারের বক্তব্যে প্রতিষ্ঠান ও ব্যক্তি আবুবকর হানিফের ভূয়সী প্রশংসা করেন। তারপর স্কলারশিপ ঘোষণা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন ফোবানা-২০১৬ হোস্ট কমিটির প্রেসিডেন্ট অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর, অর্থনীতিবিদ ডক্টর ফায়জুল ইসলাম, ই-লার্নিং প্রবক্তা ডক্টর বদরুল হুদা খান, উদয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেদোয়ান চৌধুরী, বাংলা স্কুলের সাবেক প্রেসিডেন্ট মিজানুর রহমান ভূঁইয়া, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কনসালট্যান্ট এস কে আকতার, ধ্রুপদ সংগঠনের প্রেসিডেন্ট হিরন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আমিনুর রহমান, আরটিভির আলোকিত নারী ফারজানা সুলতানা, বিশিষ্ট ব্যক্তিত্ব মোস্তফা হোসেন মুকুল, সঙ্গীতশিল্পী সীমা খান, মানবাধিকার কর্মী গোলাম ফরিদ আকতার উল্লেখযোগ্য। আরও উপস্থিত ছিলেন বর্ণমালা শিক্ষাঙ্গন, মসজিদ কমিটির সহ-সভাপতি, নীলাচল, হিন্দু সোসাইটি, খ্রিস্টান অ্যাসোসিয়েশন, একতারাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সবশেষে সম্মানিত ব্যক্তিদের উপস্থিতির উদ্দেশে ধন্যবাদ বার্তা প্রেরণ করেন বাংলাদেশে অবস্থানরত পিপল এন টেকের প্রেসিডেন্ট ফারহানা হানিফ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পিপল এন টেকের এডমিন মৃদুল রহমান ও বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ রফিকুল ইসলাম আকাশ। ফটোসেশন ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

অন্যান্য