পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আরেকবার সতর্ক করে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’কে। মঙ্গলবার পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ সাংবাদিকদের বলেছেন, আশা করি বাংলাদেশ দল পাকিস্তান সফর করবে। সফর বাতিল করলে দুই দেশের সম্পর্কের অবনতি হবে বলে প্রচ্ছ্বন্ন হুমকি দিয়েছেন।
জিও টিভি তাদের অনলাইনে লিখেছে, পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘বাংলাদেশ সফর বাতিল করলে বোর্ড (পিসিবি) সম্পর্কের পুর্নমূল্যায়ন করবে।’
তাদের প্রতিবেদনে লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জনৈক কর্মকর্তা টুইটারে তুলে ধরেছেন বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে যাচ্ছে না।’
আশরাফ এসময় ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ভারত থেকে নিশ্চয়ই ইতিবাচক খবর নিয়ে আসবেন।’