অাইনমন্ত্রী অানিসুল হক বলেছেন, জাপানের নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় হয়েছে। এ রায়ে ছয় অাসামির মধ্যে পাঁচজনকে মৃত্যু দণ্ডাদেশ দেয়া হয়েছে। তিনি বলেন, এ রায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম রায়। এ রায় প্রমাণ করে বিলম্বে বিচার হওয়ার যে সংস্কৃতি সে সংস্কৃতি থেকে অামরা বেরিয়ে অাসছি। বিচারের এ গতি ধরে রাখলে মামলাজট অার থাকবে না।
মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অায়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অাইন মন্ত্রণালয়ের সচিব অাবু সালেহ শেখ মো. জহিরুল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি অারও বলেন, ২০১৫ সালে দেশে কিছু বিদেশি নাগরিক হত্যার ঘটনা ঘটে। তখন অামরা কথা দিয়েছিলাম, এসব হত্যাকাণ্ডের বিচার অাইন মাফিক দ্রুত নিষ্পত্তি করা হবে। অাজ অামরা সে কথা রক্ষা করতে পেরেছি। এজন্য তিনি রংপুর অাদালতকে ধন্যবাদ জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের মামলাও দ্রুত শেষ করার জন্য অামরা চেষ্টা করছি। দ্রুততম বিচারের এই বিষয়গুলোকে টেস্ট কেস হিসেবে ব্যবহার করছি। অারেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়া এ পর্যন্ত তার মামলায় সময় নিয়েছেন ২০ বার। প্রত্যেক হাজিরায় তিনি সময় নিয়েছেন। অাদালত যদি সময় দেন তাহলে অামাদের বলার কি অাছে। তিনি বলেন, মামলা অাছে অাদালতে অার রায় দেবেন জজ। এ বিষয়ে অামি কিছু বলতে পারবো না।
রায়ের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রায়ের বিষয়ে যদি তারা ক্ষুব্ধ হন তাহলে তারা অাদালতের শরণাপন্ন হতে পারেন। তা না করে ধর্মঘটের মাধ্যমে মানুষকে জিম্মি করা উচিত নয়।