পাখি ঢুকে পড়া সেই হেলিকপ্টার ঢাকায় ফিরল

পাখি ঢুকে পড়া সেই হেলিকপ্টার ঢাকায় ফিরল

অবশেষে কিশোরগঞ্জের বাজিতপুরে জরুরি অবতরণের পর সেই হেলিকপ্টারের ৫ বিদেশি পর্যটক যাত্রা বাতিল করে ঢাকায় ফিরেছেন। তিন ঘণ্টা অপেক্ষার পর বিকেল ৩টায় ঢাকা থেকে আসা অপর দুটি হেলিকপ্টার তাদের ঢাকায় ফিরিয়ে নেয়। একই সঙ্গে জরুরি অবতরণ করা হেলিকপ্টারটিও ঢাকায় ফিরেছে।

দুপুর ১২টার দিকে উড়ন্ত অবস্থায় জানালা ভেঙে ভেতরে পাখি ঢুকে পড়ায় কিশোরগঞ্জের বাজিতপুরে পাঁচ বিদেশি নাগরিকসহ সাতযাত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের মীরারকান্দি বোর্ডবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সামা মো. ইকবাল হাসান জানান, মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টার ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। দুপুর ১২টার দিকে হঠাৎ সামনের জানালার কাচ ভেঙে হেলিকপ্টারের ভেতরে একটি পাখি ঢুকে পড়ে। এ অবস্থায় হেলিকপ্টারের চালক মীরারকান্দি এলাকায় একটি মাঠে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জেলা সংবাদ