বার বার অসুস্থতার কারণ জানতে অমিতাভের সিটি স্ক্যান

বার বার অসুস্থতার কারণ জানতে অমিতাভের সিটি স্ক্যান

সুস্থ হয়ে বাসায় ফেরার দুই মাস পর আবারও অসুস্থ হয়ে পরলেন বলিউড বিগ বি অমিতাভ বচ্চন। হঠাৎ  তার শারীরিক অসুস্থতা বেড়ে গেলে ৯ এপ্রিল মঙ্গলবার তাকে মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্পেশালিস্ট চিকিৎসক অমিতাভ বচ্চনের বার বার অসুস্থ হয়ে পড়ার কারণ জানার জন্য তাকে সিটি স্কেন করাবার পরামর্শ দিয়েছেন।

দীর্ঘদিন ধরেই  পাকস্থলীর সমস্যায় ভুগছিলেন অমিতাভ। এ বছর ফেব্রুয়ারিতে মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতালে তার পাকস্থলীতে দুইবার অস্ত্রপাচার হয়। এরপর সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি। কিছুটা সুস্থ হয়েই বিভিন্ন ইভেন্টে যেতে দেখা যায় তাকে। এসব অনুষ্ঠানে সবার কাছে নিজেকে পুরোপুরি ফিট বলেও দাবি করেন। কিন্তু হঠাৎ করেই ৯ এপ্রিল রাতে পাকস্থলীর সেই পুরোনো ব্যাথা আবারও অনুভব করেন তিনি। ব্যাথা নিবারণের ট্যাবলেট খান তিনি। এতেও তার ব্যাথা উপশম হয় না। ব্যাথার তীব্রতা সহ্য করতে না পেরে অবশেষে হাসপাতালে ছুটে যান অমিতাভ।

সামাজিক ওয়েবসাইট টুইটারে অমিতাভ লিখেন, শেষ রাতে আমি আমার ডেস্ক থেকে উঠে বিছানায় যাই। কিন্তু পাকস্থলীতে আবারো আগের সেই ব্যাথা হচ্ছিল। আমি হাঁটাহাটি খানিকটা সময় হাঁটাহাটি করলাম।  কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ বসে থাকলাম । এরপর আবারও শুয়ে পরলাম। কিছুতেই ব্যাথা কমছিলো না, বরং বাড়ছিল।’

অস্ত্রোপাচারের দুই মাস পর আবারও পাকস্থলীর ব্যাথা অনুভব করায় অমিতাভ ভীষন চিন্তিত হয়ে পরেছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১০ এপ্রিল মঙ্গলবার তিনি সিটি স্কেন করাচ্ছেন। সিটি স্কেনের রিপোর্ট এলেই চিকিৎসক তার অসুস্থতার আসল কারণ সম্পর্কে জানাবেন।

১৯৮২ সালের সুপারহিট ছবি ‘কুলি’তে একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নিতে গিয়ে অমিতাভ বচ্চন তলপেটে আঘাত পেয়েছিলেন। এরপর থেকেই তিনি পাকস্থলীর এই সমস্যায় ভুগছেন।

বিনোদন