আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ১২ প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার ছিল এ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ১২ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তিনি বলেন, মেয়র পদে মোহাম্মদ মাহাবুবুর রহমান, মো. কামাল চৌধুরী, নূর-উর রহমান মাহমুদ তানিম, আঞ্জুম সুলতানা, মো. কবিরুল ইসলাম শিকদার, আরফানুল হক রিফাত, এ.এস.এম কামরুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. শফিকুল ইসলাম শিকদার, মো. ওমর ফারুক, মোহাম্মদ শাহজাহান, মো.শফিউর রহমান আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন করেছেন।
আওয়ামী লীগের এ নেতা বলেন, আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আগামী ৩০ মার্চ ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে এ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বিতীয়বারের মতো এ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলেও দলীয় ভিত্তিতে এই প্রথম বারের মতো শুধু মেয়র পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।