৭০ লাখ টাকাসহ রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ও রেলের জিএম গাড়িসহ ‘আটক’ হওয়ার ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রেলভবনে প্রেস ব্রিফিংয়ে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের এ বিষয়ে জানান। তবে মন্ত্রী তাদের আটক হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
মন্ত্রী জানান, গাড়ির মধ্যে ছিলেন রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) ইউসুফ আলী মৃধা ও এপিএস ওমর ফারুক তালুকদার। তবে এ মুহূর্তে তারা নিজ নিজ বাড়িতে চলে গেছেন বলে মন্ত্রী জানিয়েছেন।
একটি কমিটিতে জিএম ইউসুফ আলী মৃধার বিষয়ে তদন্ত করবেন রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন) শশী কুমার সিং। আরেক কমিটিতে ওমর ফারুক তালুকদারের বিষয়ে তদন্ত করবেন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) আখতারুজ্জামান। দুটি কমিটিকেই আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
ওমর ফারুকের কাছে এতো টাকা কীভাবে এলো জানতে চাইতে তিনি বলেন, ‘এটা তার ব্যক্তিগত টাকা। তবে আমি শুনেছি ওমর ফারুককে অপহরণ করা হয়েছিল।’
সোমবার গভীর রাতে রাজধানীর জিগাতলা মোড়ে বিজিবি সদর দপ্তরের মূল ফটকে ওমর ফারুককে আটক করে রাখে বিজিবি সদস্যরা। তার সঙ্গে ৭০ লাখ টাকা পাওয়া যায়।
সূত্র জানায়, রাতে ধানমন্ডির একটি বাসা থেকে সংসদের স্টিকার যুক্ত গাড়ি নিয়ে বের হন ওমর ফারুক।