কানাডার সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ

কানাডার সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ

২০২২ সালের মধ্যে কানাডার সঙ্গে বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ। বর্তমানে দু’দেশের মধ্যে বছরে ২ বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা  রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

কানাডায় খাদ্যশস্য এবং কৃষিপণ্য আমদানিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ।

২০০৩ সালের জানুয়ারি থেকে কানাডা বাংলাদেশি পণ্য বিশেষ করে তৈরি পোশাকের ওপর শুল্কমুক্ত সুবিধা প্রদান করছে। বাংলাদেশ ৯৬ শতাংশ পোশাক কানাডায় রপ্তানি করছে।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আগামী পাঁচ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য পূর্বের চেয়ে দ্বিগুণ করার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।

সেই সঙ্গে বাংলাদেশে বন্ধুত্বপূর্ণ পরিবেশে উদার বিনিয়োগের মাধ্যমে সুযোগ গ্রহণ করতে কানাডীয় উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

আন্তর্জাতিক