পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে প্লাস্টিক কারখানার গুদামে আগুনে তিনজনের মৃত্যু খবর পাওয়া গেছে। আগুন নেভানোর পর রাতে গুদামে ঢুকে সিঁড়িতে তিনজনের মরদেহ পাওয়া যায়। নিহত তিনজনই একই পরিবারের বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মো. ইব্রাহিম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নেভানোর পর রাতে গুদামে ঢুকে সিঁড়িতে তিনজনের লাশ পাওয়া যায়। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। অন্য দুজন নারী ও পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তিনজনই একই পরিবারের বলে ধারণা করা হচ্ছে।
শনিবার বিকালে ইসলামবাগের চেয়ারম্যানঘাট এলাকার ওই কারখানায় আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে কারখানার তিনতলা ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। ভবনটি কারখানা হলেও মালিক সেলিম তার পরিবার নিয়ে ওই ভবনেই থাকতেন। ভবনের মধ্যে একটি লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।