ডিসিসি নির্বাচনের ব্যানার-ফেস্টুন বুধবার রাত ১২টার মধ্যে না সরালে মামলা

ডিসিসি নির্বাচনের ব্যানার-ফেস্টুন বুধবার রাত ১২টার মধ্যে না সরালে মামলা

ঢাকা সিটি করপোরেশন (উত্তর-দক্ষিণ) নির্বাচনে ‍আগ্রহী প্রার্থীদের ব্যানার, লিফলেট, পোস্টারসহ প্রচারের সব উপকরণ ১১ এপ্রিল রাত ১২টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ নির্দেশ অমান্য করলে ফৌজদারি মামলা করা হবে।

আগ্রহী মেয়র, কমিশনার ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের প্রচারণার এসব উপকরণ নিজ উদ্যোগ ও খরচে অপসারণ করতে হবে।

ওইদিন রাত ১২টার পর কোনো এলাকায় কোনো আগ্রহী প্রার্থীর ব্যানার, পোস্টার বা বিলবোর্ড জাতীয় কোনো প্রচার উপকরণ পাওয়া গেলে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলোর ছবি তুলে অপসারণ করবে এবং ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করবে। যার সর্বোচ্চ শাস্তি ৭ বছরের কারাদণ্ড।

মঙ্গলবার যুগ্মসচিব জেসমিন তুলি স্বাক্ষরিত ঢাকা সিটি নির্বাচন (উত্তর-দক্ষিণ) আচরণবিধি প্রতিপালন প্রসঙ্গে এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

নির্বাচন কমিশন আজই সংশ্লিষ্ট দফতরে এ বিষয়ে চিঠি পাঠাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (স্থানীয় নির্বাচন) ফরহাদ হোসেন।

নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ এ বিষয়ে বলেন, ‘অবৈধ প্রচারণা যাতে না হয়, নির্বাচন কমিশন সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। আইনে আছে আচরণ বিধি লঙ্ঘন করলে যে কোনো বৈধ প্রার্থীরও প্রার্থীতা বাতিলের ক্ষমতা আছে নির্বাচন কমিশনের। প্রয়োজনে আমরা তাই করব।’

নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, কোনো প্রার্থী বা তার পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তারিখের ২১ দিন আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এছাড়া কোনো প্রার্থীর পক্ষে সিটি করপোরেশন এলাকাভুক্ত স্থাপনা, দেয়াল, বেড়া বা যানবাহনে কোনো প্রকার পোস্টার, লিফলেট লাগাতে পারবেন না।

নির্ধারিত সময়ের পর ভোটের প্রচার কাজে ব্যবহার করা কোনো উপকরণ দৃষ্টিগোচর হলে তা সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা ২০১০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ওই বিধিমালার ৯ ধারা অনুসারে কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে আচরণ বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে তা অপরাধ এবং এ অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির ৬ মাস কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

এছাড়া ১০ বিধি অনুযায়ী এ ধরনের অপরাধে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল হতে পারে।

তবে নোটিশে বলা হয়, নির্বাচনী প্রচারের জন্য নির্দিষ্ট সময়ে সিটি করপোরেশন এলাকায় ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ইত্যাদি ঝুলিয়ে রাখা যাবে, দেওয়াল, বেড়া বা স্থাপনায় লাগানো যাবে না। এছাড়া দেয়াল লিখনও করা যাবে না।

বাংলাদেশ