বিরোধীদলকে ডেকে সমাধানের প্রয়োজন নেই: হানিফ

বিরোধীদলকে ডেকে সমাধানের প্রয়োজন নেই: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দেশে এমন কোনো সমস্যা তৈরি হয়নি যে বিরোধীদলকে দাওয়াত করে এনে সংকট নিরসন করতে হবে।

সোমবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন উপলক্ষে আয়োজিত জাতীয় কমিটির সমন্বয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন হানিফ।

তিনি বলেন, “দেশে একটি নির্বাচিত সরকার ও জাতীয় সংসদ আছে। নির্বাচন পদ্ধতি নিয়ে বিরোধী দলের ভালো কোনো ফর্মুলা থাকলে তা জাতীয় সংসদে উত্থাপন করতে পারে।”

স¤প্রতি বাংলাদেশ সফরে রাজনৈতিক সংকট সমাধানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপিকে আলোচনায় বসার জন্য বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারী ওয়েন্ডি শেরম্যান।

ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, “আমাদের বক্তব্য পরিস্কার, জাতীয় সংসদ হচ্ছে সব আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এখানে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হতে পারে।”

গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে এ সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে।

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, এটি স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় এখানে সরাসরি প্রার্থী মনোনয়নের সুযোগ নেই। তবে নির্বাচন কমিশনের আইন মেনে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার সুযোগ থাকলে আওয়ামী লীগ প্রার্থী সমর্থন দেবে।

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়া বিষয়ে বিএনপির সিদ্ধান্তের বিষয়ে হানিফ বলেন, “এটা স্থানীয় নির্বাচন। কে অংশ নিল, আর কে নিল না- তা নিয়ে আওয়ামী লীগের কিছু আসে যায় না।”

নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, “তারা অংশ নেবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিরোধী দলের প্রার্থী ছিল।”

মুজিবনগর দিবস উপলক্ষে সমন্বয় কমিটি যে সব কর্মসূচি দিয়েছে তা হলো- ১৭ এপ্রিল সকালে বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সাড়ে ৭টায় বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা নিবেদন, সকাল ১১টায় মেহেরপুর মুজিবনগর স্মৃৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সোয়া ১১টায় গার্ড অফ অনার, সাড়ে ১১টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া ১৯ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে সভায় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী ও বিএম মোজাম্মেল হক, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজনীতি