সংলাপের প্রস্তাব নাকচ আওয়ামী লীগের

সংলাপের প্রস্তাব নাকচ আওয়ামী লীগের

বিএনপির সঙ্গে সংলাপের প্রস্তাব নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘সংলাপের কোনো প্রয়োজন নেই। দেশে কি এতোই সমস্যা দেখা দিয়েছে যে, তাদেরকে ডেকে এনে সংলাপ করতে হবে?’

হানিফ বলেন, আওয়ামী লীগকে আন্দোলন-সংগ্রামের ভয় দেখিয়ে লাভ নেই। আন্দোলন করে কোনো দাবি আদায় করা যাবে না। তাদের কিছু বলার থাকলে সংসদে এসে বলতে হবে।

আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন উপলক্ষে আয়োজিত জাতীয় কমিটির সমন্বয় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

দুই দলের সংলাপ বসার প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শ্যারমেনের প্রস্তাবকে নাকচ করে দিয়ে মাহবুব-উল আলম হানিফ আরো বলেন, দেশে কোনো সংকট নেই। দেশে একটি নির্বাচিত সরকার ও জাতীয় সংসদ আছে।

তিনি বলেন, দেশে এমন কোনো সমস্যা তৈরি হয়নি যে, তাদের দাওয়াত করে এনে সংকট নিরসন করতে হবে। নির্বাচন পদ্ধতি নিয়ে বিরোধী দলের কোনো ফর্মুলা থাকলে তারা জাতীয় সংসদে উত্থাপন করতে পারে।

হানিফ বলেন, জাতীয় সংসদ হচ্ছে সকল আলোচনার মুল কেন্দ্রবিন্দু। এখানে আলাপ-আলোচনা মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হতে পারে। রাজপথ গরম করে, মিথ্যাচার করে  আওয়ামী লীগের কাছ কোনো দাবি আদায় করা যাবে না।

‘পদ্মা সেতুতে দুর্নীতির জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে’ বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, প্রতিবেশি দেশ মায়ানমার থেকে সমুদ্র সীমার বড় অর্জনের কারণে আওয়ামী লীগকে জনগণ আবারও ক্ষমতায় আনবে ভেবে বিএনপি জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিয়ে যেতে, জনগণকে বিভ্রান্ত করতে পদ্মা সেতু নিয়ে চরম মিথ্যাচার করছে।

ডিসিসি নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, এটি স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় এখানে সরাসরি প্রার্থী মনোনয়নের সুযোগ নেই। তবে নির্বাচন কমিশনে আইন মেনে কোনো প্রাথীকে সমর্থন দেওয়ার সুযোগ থাকলে আওয়ামী লীগ প্রার্থী সমর্থন দেবে। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় নির্বাচন। কে অংশ নিলো আর কে নিলো না তা নিয়ে আওয়ামী লীগের যায় আসে না।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী দলের প্রার্থী ছিলেন। যখন তারা বুঝতে পারলো, তাদের প্রার্থীর ভরাডুবি নিশ্চিত, তখন মধ্য রাতে প্রার্থিতা প্রত্যাহার করলো। আর কুমিল্লা নির্বাচনে তাদের প্রার্থীর অবস্থা ভালো দেখে নাটক করে প্রাথীকে বহিষ্কার করে নাটক করলো।

আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী সৈয়দ আব্দুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় গৃহীত ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবন, সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৭টায় রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সাড়ে ৭টায় বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে।

সকাল ১১টায় মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ১১টা ১৫ মিনিটে গার্ড অব অনার প্রদান, সাড়ে এগারোটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগে উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।  সংসদ উপনেতা ও দলের সভাপতিমÐলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী সভায় সভাপতিত্ব করবেন।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বিএম মোজাম্মেল হক এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা এনামুল হক শামীম, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, এইচ এম বদিউজ্জামান ডাবলু, সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং খুলনা জেলার সকল জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

রাজনীতি