দেশের শেয়ারবাজারে প্রায় প্রতিদিনই লেনদেন ও মূল্যসূচক বাড়ছে। গত সপ্তাহের (১৯ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি) চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) প্রতিদিন গড়ে ২২৩ কোটি ২০ লাখ টাকা বা ২০ দশমিক ৮৬ শতাংশ লেনদেন বেড়েছে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কারণে লেনদেন বন্ধ ছিল।
লেনদেনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে মূল্যসূচকও বেড়েছে। সপ্তাহের চার কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ বেড়েছে। এ নিয়ে টানা তিন সপ্তাহ ডিএসইতে মূল্যসূচক বাড়লো। আগের সপ্তাহে ডিএসইএক্স সূচক বেড়েছে ১ দশমিক ৪২ শতাংশ। তার আগের সপ্তাহে ২ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ছিল।
গত সপ্তাহের চার কার্যদিবসে ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ এবং ডিএসই ৩০ সূচক ৮ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ বেড়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ১২৭টির দাম বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ১৭৩ কোটি ১৪ লাখ টাকা। যা তার আগের সপ্তাহে ছিল ৫ হাজার ৩৫০ কোটি ৪০ লাখ টাকা।
শেষ সপ্তাহে ডিএসইতে প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ১ হাজার ২৯৩ কোটি ২৮ লাখ টাকা। যা তার আগের সপ্তাহে ছিল ১ হাজার ৭০ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২২৩ কোটি ২০ লাখ টাকা বা ২০ দশমিক ৮৬ শতাংশ।
গত সপ্তাহে মোট লেনদেনের ৯৩ দশমিক ৮০ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরিভূক্ত কোম্পানির শেয়ারের দখলে। এছাড়া বাকি ২ দশমিক ৬৫ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভূক্ত, ২ দশমিক ২৬ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভূক্ত এবং ১ দশমিক ২৮ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভূক্ত কোম্পানির শেয়ারের।
সপ্তাহজুড়ে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের শেয়ার। কোম্পানিটির ৪০২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৪ দশমিক ১ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৫১ লাখ টাকার, যা সপ্তাহের মোট লেনদেনের ৩ দশমিক ৬২ শতাংশ। ৩৫১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি।
লেনদেনে এরপর রয়েছে- আইডিএলসি, অ্যাপোল ইস্পাত, ইফাদ অটোস, এএফসি এগ্রো, সিএমসি কামাল, তিতাস গ্যাস এবং সেন্ট্রাল ফার্মা। গত সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাড়িয়েছে ৩ লাখ ৭৬ হাজার ২২২ কোটি ১৫ লাখ টাকা। যা সপ্তাহের প্রথম কার্যদিবসে ছিল ৩ লাখ ৭৪ হাজার ৫০৭ কোটি ৬৬ লাখ টাকা।