ভারতীয় তিন চ্যানেল বন্ধে করা রিট খারিজের বিরুদ্ধে আবেদন

ভারতীয় তিন চ্যানেল বন্ধে করা রিট খারিজের বিরুদ্ধে আবেদন

ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস এবং জি বাংলা বন্ধে করা রিট খারিজ করে দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে একটি আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে।

রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট এখলাস উদ্দিন আবেদনটি করেছেন। আবেদনে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তা স্থগিত চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট যেদিন রিটটি খারিজ করে দিয়েছিলেন সেদিনই রিটকারীর আইনজীবী বলেছিলেন, দেশের স্বার্থে ও বিদেশি সংস্কৃতির আগ্রাসন বন্ধে রিট আবেদনটি করেছিলাম। আদালত আমাদের রিট খারিজ করে দিয়েছেন। এতে আমরা সংক্ষুব্ধ। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে (আপিল) যাবো।

২০১৪ সালের জুলাইয়ে ঈদুল ফিতরকে সামনে রেখে স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের পাখি চরিত্রের নামে পোশাক কিনতে না পেরে বাংলাদেশে কয়েকজন আত্মহত্যা করেন। এ নিয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরে সেসব সংবাদ যুক্ত করে ওই বছরের আগস্ট মাসে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট করেন আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী।

২৫ জানুয়ারি সে সংক্রান্ত রুলের শুনানি শেষ করে রায় ঘোষণার জন্য ২৯ জানুয়ারি দিন ঠিক করেন হাইকোর্ট। ২৯ জানুয়ারি রিট খারিজ করে দেন আদালত।

আইন আদালত