টি-টোয়েন্টি একেকটি উইকেট শিকার খুবই গুরুত্বপূর্ণ। আর সেই উইকেট শিকারে গতিময় বোলারের দাপট রয়েছে। টায়মাল মিলস তাদেরই একজন। আইপিএলের নিলামে আকাশছোঁয়া দাম উঠলো টাইমাল মিলসের। একজন জাত বোলারের ক্ষেত্রে যা অবিশ্বাস্যই বটে। মিলসকে ১২ কোটি রুপি দিয়ে কিনেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
অথচ ইংলিশ এই বোলার ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৫০ লাখ রুপি। তার নাম উঠতেই ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহ ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত লাখ ছাড়িয়ে তার কয়েক গুণ বেশি দামে বিক্রি হলেন মিলস।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিপিএল) চিটাগাং ভাইকিংসের হয়ে নজরকাড়া পারফর্ম করেন তিনি। গতির ঝড় তুলেছিলেন। এরপর তো জাতীয় দলেই ডাক পেয়ে যান ২৪ বছর বয়সী এই ফাস্ট বোলার। ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারদর্শী এই বোলার নিলামে চমকে দিয়েছেন সবাইকে।