শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘২০১২ সালের মধ্যে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে। এর ফলে বাংলাদেশের শিল্প বিশেষ করে গামের্ন্টস শিল্পের আরও উন্নতি হবে।’
সোমবার বিকেল ৪টায় নিটল-নিলয় গ্রুপের নতুন অফিস ভবন নিটল-নিলয় টাওয়ারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিটল-নিলয় এক্সপোর্টের কাস্টমার মিট ও নিলয় ফ্যাশন ম্যাগাজিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাকখাতে রফতানি বাড়ানোর উদ্যোগের সঙ্গে যুক্ত হলো নিটল-নিলয় গ্রুপ।
শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন অনেক পণ্যের দেশ। আমাদের দেশের শ্রমিকদের দক্ষতা সঠিক সময়ে সরবরাহ ও ডিজাইনের চুক্তি ক্রেতাদের সঙ্গে যথাযথভাবে পালন করায় বাংলাদেশের পণ্যের ক্রেতা অনেক বেড়েছে। এখন বলা যায়, বাংলাদেশ বিদেশি ক্রেতা টানতে সক্ষম হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘বিশ্বায়নের যুগে বাজার একটি বড় বিষয়। বাংলাদেশ এমনি একটি বাজার যেখান থেকে বিদেশি ক্রেতারা স্বল্পমূল্যে উন্নতমানের পণ্য পেতে পারেন।’
তিনি আরও বলেন, ‘গার্মেন্টস শিল্পের পাশাপাশি ফ্যাশন শিল্পেরও উন্নতি হচ্ছে। শৈল্পিক এবং নান্দনিক দৃষ্টিতে আমরা এখন এর প্রয়োজনীয়তা অনুভব করেছি। আশা করছি, এ শিল্প আরও এগিয়ে যাবে।’
মন্ত্রী এ প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে বলেন, ‘এ ধরনের উদ্যোগ দেশের উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে।’
এর আগে শিল্পমন্ত্রী নিলয় এক্সপোর্ট হাউজের বিভিন্ন পোশাক প্রদর্শনী পরিদর্শন করেন।
অনুষ্ঠানে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘বাংলদেশে তৈরি পোশাক নতুন দিগন্তে পদার্পণ করতে যাচ্ছে। বিশ্ব বাজারে নতুন ডিজাইন তৈরি করতে হবে।’
‘বাংলাদেশকে ফ্যাশেনের কেন্দ্রস্থল হিসেবে তৈরি করতে হবে। তখনই আমরা ন্যায্য দাম পাবো।’
বাংলাদেশ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড পিনাক রঞ্জন চক্রবর্তীসহ থাইল্যান্ড ও ভারত থেকে আসা বিভিন্ন ক্রেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।