কালো টাকার দৌরাত্ম রুখতে এবার আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এবার থেকে দুই লাখ টাকার বেশি মূল্যের গহনা কিনলেই দিতে হবে ট্র্যাক্স। আগামী ১ এপ্রিল থেকে কার্যকর কবে নতুন এই নিয়ম।
আয়কর দফতর জানিয়েছে, আগামী অর্থ বছর থেকে দুই লাখের বেশি টাকার গহনা কিনলে দিতে হবে ১ শতাংশ টিসিএস (ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স)। বর্তমানে যে কোনো সাধারণ পণ্য বা পরিসেবার ক্ষেত্রে নগদে দু লাখ টাকার বেশি কেনাকাটা করলে এক শতাংশ অতিরিক্ত কর প্রযোজ্য রয়েছে।
দীর্ঘদিন পর্যন্ত কোনো গহনার ক্ষেত্রে এই কর প্রযোজ্য হয়নি। গয়নার ক্ষেত্রে উর্ধ্বসীমা ছিল ৫ লাখ টাকা। এবার এক ধাক্কায় সেটা কমিয়ে আনা হয়েছে ২ লাখ টাকা।
চলতি বছরের বাজেটে গহনাকে সাধারণ পণ্যের আওতায় আনার প্রস্তাব দেয়া হয়েছে। সংসদে এই বিল পাশ হয়ে গেলে তা আইনে পরিণত হবে। তখন গহনার ক্ষেত্রেও একই নিয়ম চালু হবে।