এক বছরে শুধুমাত্র বেতন বোনাস-বাবদ কোম্পানি থেকে তিন হাজার কোটি টাকার ওপর পারিশ্রমিক লাভ করেছেন এক ব্যক্তি। পৃথিবী নামক গ্রহে ‘অসামান্য সৌভাগ্যবান’ এই ব্যক্তিটি হলেন বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।তিনি গত বছর সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে বিবেচিত হয়েছেন যুক্তরাষ্ট্রে।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত দৈনিক নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
অ্যাপল থেকে টিম কুক পারিশ্রমিক বাবদ গত বছর ৩৭ কোটি ৮০ লাখ ডলার আয় করেছেন। এর মধ্যে বেতন বাবদ পেয়েছেন ১৮ লাখ ডলার এবং এককালীন স্টক অ্যাওয়ার্ড পেয়েছেন ৩৭ কোটি ৬২ লাখ ডলার।
পত্রিকাটি টিম কুকের বেতনের খবর ফাঁস করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সর্বাধিক বেতন প্রাপ্ত শীর্ষ নির্বাহীদেরও একটি তালিকা প্রকাশ করেছে।
তালিকায় টিম কুকের পরপরই বেতন পাওয়ার দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন অরাকল`র প্রধান নির্বাহী ল্যারি এলিসন। অ্যাপলের প্রধান নির্বাহীর চেয়ে তিনি অনেক কম বেতন পেলেও তা-ও কিন্তু সেই আকাশছোঁয়াই। ২০১১ সালে কোম্পানি থেকে তিনি বেতন পেয়েছেন প্রায় ৭ কোটি ৬০ লাখ ডলার বা ৬শ’কোটি টাকার ওপরে।
এরপরের স্থানেই রয়েছেন জেসি পেনি কোম্পানির সিইও রোনাল্ড জনসন। তার বেতন ৫ কোটি ৩৩ লাখ ডলার বা প্রায় সোয়া চারশ’ কোটি টাকার ওপরে।
মূলত পৃথিবীর বড় বড় কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের আয়ের তত্ত্ব তালাশ করা রীতিমতো কঠিন কাজই বটে। তবে শীর্ষ নির্বাহীদের পারিশ্রমিক সম্বন্ধে খোঁজ-খবর রাখনেওয়ালা গবেষণা প্রতিষ্ঠান ইকুইলার এসব গোপন তথ্য বের করতে সমর্থ হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
পত্রিকাটির হিসেবে গত বছরের শীর্ষস্থান অধিকারী ভায়াকম’র ফিলিপ ডোম্যান এবার চতুর্থ স্থানে রয়েছেন। তিনি পারিশ্রমিক হিসেবে কোম্পানি থেকে এ বছর পেয়েছেন ৪ কোটি ৩১ লাখ ডলার। পঞ্চম স্থানে রয়েছেন হানিওয়েল’র ডেভিড কোট। তিনি ৩ কোটি ৫৩ লাখ ডলার পেয়ে রয়েছেন পঞ্চম স্থানে। তার পাশাপাশি পেট্রোলিয়াম জায়ান্ট অক্সিডেন্টালের স্টিফেন চ্যাজেন ৩ কোটি ১৭ লাখ ডলার পারিশ্রমিক পেয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে।
সপ্তম স্থানে থাকা ওয়াল্ট ডিজনি’র রবার্ট ইগারের বাৎসরিক পারিশ্রমিক ৩ কোটি ১৪ লাখ ডলার। অষ্টম স্থানে রয়েছেন ম্যারাথন অয়েল কর্পোরেশনের ক্লিয়ারেন্স ক্যাজোলেট জুনিয়র। তার বাৎসরিক সম্মানী ২ কোটি ৯৯ লাখ ডলার। ২ কোটি ৯৫ লাখ ডলার পেয়ে এর পরপরই আছেন ফোর্ড মোটরের প্রধান নির্বাহী অ্যালান মুলালি।
দশম স্থানে রয়েছেন নিউজ কর্পোরেশনের রুপার্ট মারডক। তিনি তার কোম্পানি থেকে পারশ্রমিক নিয়েছেন ২ কোটি ৯৪ লাখ ডলার।
মূলত যুক্তরাষ্ট্রের যে সব পাবলিক কোম্পানির বার্ষিক রাজস্ব ৫শ’ কোটি ডলারের বেশি সে সমস্ত কোম্পানির নির্বাহীদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাওয়া ১শ’ নির্বাহীর ৩০ মার্চের মধ্যে দাখিল করা আয়ের বিবরণী অনুযায়ী এই তালিকা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে টাইমস কর্তৃপক্ষ।