উত্তর কোরিয়ার সম্ভাব্য রকেট উৎক্ষেপণকে সামনে রেখে ফ্লাইট পরিচালনায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে কয়েকটি এয়ারলাইন্স । উৎক্ষেপণ এলাকার আকাশসীমা দিয়ে প্যাসেঞ্জার ফ্লাইট পরিচালনাকারী এশিয়ার তিনটি এয়ারলাইন্স ওই এলাকা পরিহার করে ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এর অংশ হিসেবে ফিলিপিন এয়ারলাইন্স, জাপান এয়ারলাইন্স(জেএএল) এবং অল নিপ্পন এয়ারলাইন্স(এএনএ) ওই এলাকা দিয়ে চলাচলকারী বেশ কয়েকটি ফ্লাইটের রুট ও সময়সীমা পরিবর্তন করেছে।
মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপনের লক্ষ্যে আগামী ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া।
ফিলিপিন এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, রকেট উৎক্ষেপণ এলাকার আশপাশ দিয়ে যাওয়া তাদের সব ফ্লাইটের রুট নতুন করে সামঞ্জস্য করা হবে। প্রতিদিনই ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন গন্তব্য অভিমুখে ডজনখানেক ফ্লাইট পরিচালিত হয় ওই অঞ্চল দিয়ে।
এদিকে জাপান এয়ারলাইন্স ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানিয়েছে টোকিও থেকে ম্যানিলা, জাকার্তা এবং সিংগাপুরের ফ্লাইটগুলোর ‘উড্ডয়ন ঘণ্টা’ নতুন করে নির্ধারণ করা হবে। ওই এলাকা পরিহার করতে ফ্লাইটগুলোর অতিরিক্ত দশ-বিশ মিনিট বেশি লাগতে পারে বলে জানিয়েছে জেএল কর্তৃপক্ষ। তবে এয়ারলাইন্সের অভ্যন্তরীণ উড্ডয়ন বাধাগ্রস্ত হবে না বলে জানানো হয়েছে বিবৃতিতে।
এছাড়া টোকিও থেকে সিংগাপুর, ম্যানিলা ও জাকার্তার গন্তব্যে যাওয়া ফ্লাইটগুলোর নতুন যাত্রা পথ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে এএনএ কতৃপক্ষ। তবে তাদের ফ্লাইট শিডিউল অক্ষুন্ন থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।