প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সরকারি সফরে আজ (বৃহস্পতিবার) জার্মানি যাচ্ছেন। মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ গ্রহণই প্রধানমন্ত্রীর এ সফরের উদ্দেশ্য। পাশাপাশি জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মান সফর উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ মিউনিখে জড়ো হতে শুরু করেছেন। ১৮ ফেব্রুয়ারি জার্মান আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ সংবর্ধনা দেয়া হবে।