বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে অনেক নাটক হয়েছে। নাটকের শেষদৃশ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য দুঃসংবাদ লেখা হয়েছে। তা হলো বাংলাদেশ ক্রিকেট দল আপাতত পাকিস্তান সফরে যাচ্ছে না।
বাংলাদেশ ক্রিকেট দলকে তাদের দেশে নিয়ে যেতে চেষ্টাতদ্বির কম করেনি পিসিবি। বাংলাদেশ থেকে নিরাপত্ত পরিদর্শক দলও নিয়ে গেছে। তাতেও লাভ হয়নি। সোমবার বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল বলেন,‘আপাতত পাকিস্তানে যাচ্ছি না। পাকিস্তান যেতে অনেক দেরি হবে। আমরা আইসিসিকে জানিয়েছি। আইসিসি যে সিদ্ধান্ত দেবে সে ভাবে আমরা চলবো। আম্পায়ার, ম্যাচরেফারি এবং আনুসঙ্গীক যা যা দরকার হবে পাকিস্তন সফরের জন্য আইসিসি তা দিলে আমাদের আপত্তি।’
কয়েকদিন আগে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ একটি সংবাদপত্রকে জানিয়েছে, বাংলাদেশ সরকার প্রধান শেখ হাসিনা সম্মতির ওপর নির্ভর করছে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের বিষয়টি। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নেওয়ার কথা ছিলো বলে পিসিবি চেয়ারম্যান জানিয়েছিলেন। এবিষয়ে বিসিবি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,‘এশিয়া কাপের সময় ঢাকায় এসে জাকা আশরাফ তো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন নি। তাহলে তিনি জানেন কি করে প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সিদ্ধান্ত দেবেন। আমার মনে হয় একটা ধারণা থেকে তিনি একথা বলেছেন। আসলে এমন কোন আলোচনা হয়নি। ক্রিকেটের বিষয়ে আমাকেই তিনি দায়িত্ব দিয়ে রেখেছেন।
২০০৯ সালের ৩ মার্চ লাহোরের লিবার্টি চত্বরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর বন্দুক হামলার পর থেকে সে দেশে আন্তর্জাতিক ক্রিকেট হয় না। নিরপেক্ষ ভেন্যুতে হোম সিরিজ খেলতে হয় পাকিস্তানকে।