পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল বুধবার দুটি পৃথক আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, উপজাতীয় অধ্যুষিত মোহমান্দ অঞ্চলের একটি সরকারি কম্পাউন্ড লক্ষ্য করে দু’জন ব্যক্তি প্রথম আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে পাঁচজন নিহত হয়।
নিহতদের মধ্যে উপজাতীয় পুলিশ বাহিনীর তিন সদস্য রয়েছে। বাকি দু’জন বেসামরিক লোক বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তান তালেবানের একটি অংশ জামাত-উর-আশরার এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
এরপর পেশোয়ার নগরীতে দ্বিতীয় হামলা করা হয়। আত্মঘাতী এক হামলাকারী বিস্ফোরকসহ মোটরসাইকেলে করে এসে একটি সরকারি গাড়ির ওপর আছড়ে পড়ে। এ সময় গাড়িটিতে একটি আদালতের চার বিচারক ছিলেন। বিস্ফোরণে গাড়ির চালক ও এক পথচারী নিহত এবং ওই চার বিচারক আহত হয়। তাদেরকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পেশোয়ার পুলিশ প্রধান তাহির খান ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে বলেন, বিচারকদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।