বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে যুক্তরাজ্যের প্রতি রাষ্ট্রপতি আবদুল হামিদ আহ্বান জানিয়েছেন । যুক্তরাজ্যে বসবাসকারী ও অনাবাসী বাংলাদেশিদেরকে দেশে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। এছাড়া বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দেশের পক্ষে ‘শুভেচ্ছা দূত’ হিসেবে বিদেশে কাজ করার জন্যও অনাবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
যুক্তরাজ্যের পাঁচ সদস্যবিশিষ্ট লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ (এলইবি) দলের প্রতিনিধিরা বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নুল আবেদীন বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।
প্রতিনিধিদলে নেতৃত্ব দেন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ড. রূপা হক, এমপি। সদস্যদের মধ্যে ছিলেন সাবেক কাউন্সিলর খলিল কাজী ওবিই, লন্ডন টি এঞ্জেসের প্রধান নির্বাহী অলিউর রহমান প্রমুখ।