শেখ হাসিনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শেখ হাসিনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ধন্যবাদ

রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর আগে মিয়ানমারের ইয়াঙ্গুনে ত্রাণ নিয়ে গেলে এই জাহাজটিকে ফিরিয়ে দেয়া হয়। সেইসঙ্গে মিয়ানমারে বিক্ষোভ শুরু হয়। পরে বাংলাদেশে জাহাজটি নিরাপদে পৌঁছেছে এবং বাংলাদেশ সরকারও ত্রাণটি গ্রহণ করেছে। এ ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রাজাক বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নজিব রাজাক তার ফেসবুকে একটি পোস্ট করেন। যা মালয়েশিয়ার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

নাজিব রাজাক তার পোস্টে লিখেছেন, ‘রোহিঙ্গাদের জন্য ২ হাজার টন পণ্য নিয়ে নটিক্যাল আলিয়া (ত্রাণবাহী জাহাজ) বাংলাদেশে পৌঁছেছে। মালয়েশিয়ার স্বেচ্ছাসেবী ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। ধন্যবাদ জানাই বাংলাদেশকে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি এর শুভসঙ্কেত দিলেন।’


বাংলাদেশ শীর্ষ খবর