যে দলটির বিপক্ষে জয় পাওয়াটা ছিল ‘সোনার হরিণ’। যাদের বিপক্ষে মাঠে নামাই ছিল হতাশা ও গ্লানি মাথায় তুলে নেয়া। সেই বার্সেলোনাকে এবার বড় লজ্জাই দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে মেসি-নেইমারদের দলকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফরাসি ক্লাবটি।
এই জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে পিএসজি। ম্যাচটিতে জোড়া গোল করা অ্যাঙ্গেল ডি মারিয়া তাই জয়টাকে ‘ভেরি স্পেশাল’ বললেন।
ফরাসি মিডিয়াকে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেন, ‘এটা ছিল একটি বিশেষ দিন। এর চেয়ে ভালো পারফরম্যান্স প্রদর্শন করা সত্যিই অসম্ভব। সতীর্থরা যেভাবে খেলেছে তাতে জয়টা আমাদেরই প্রাপ্য। এই জয় পিএসজির জন্যও স্পেশাল।’
প্রসঙ্গত, বার্সার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ১৮ ও ৫৫ মিনিটে গোল আদায় করে নেন ডি মারিয়া। এর মাঝে ৪০ মিনিটে বার্সার জাল কাঁপান ড্রাক্সলার। ম্যাচের ৭১ মিনিটে সফরকারীদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এডিনসন কাভানি।