প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়ার লক্ষ্যে সুপার সিক্সে লড়ছে বাংলাদেশ নারী দল। কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে আজ রোমানা আহমেদের দলের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছে আইরিশ নারীরা। জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল আয়ারল্যান্ডের। ১৫ রান তুলতেই দুই উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর বাংলাদেশের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা।
আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করে আসে দুজন ব্যাটসম্যানের ব্যাট থেকে; শিলিংটন ও দিলানি। ২৪ রান করেন জয়েস। ১৬ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার কেন্দাল।
বাংলাদেশের সেরা বোলার জাহানারা আলম। ৯ ওভারে ২১ রান দিয়ে ঝুলিতে জমা করেছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন পান্না ঘোষ, খাদিজাতুল কুবরা ও রোমানা আহমেদ। একটি উইকেট দখলে নিয়েছেন অলরাউন্ডার সালমা খাতুন।