রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ শুরু

রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ শুরু

মিয়ানমারে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া থেকে পাঠানো ত্রাণ ১৫০টি পরিবারের মধ্যে প্রাথমিকভাবে বিতরণ শুরু হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের চারটি স্পটে মালয়েশিয়া প্রতিনিধি দলের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ত্রাণ এসে পৌঁছায়। এর মধ্যে চাল, ডাল, কফি, চিনি, খাদ্যশস্য, ভোজ্য তেল, কম্বল ও চিকিৎসা সামগ্রীসহ প্রায় ৩৫ প্রকার পণ্য রয়েছে।

ত্রাণ বিতরণ সমন্বয় কমিটির প্রধান ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম মজুমদার জানান, আজ প্রাথমিকভাবে দেড়শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে রোহিঙ্গাদের ১৫ হাজার পরিবার ত্রাণ পাবে। এর মধ্যে সাড়ে পাঁচ হাজার পরিবার টেকনাফে এবং সাড়ে ৯ হাজার পরিবার উখিয়ায় আশ্রয় নিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে গত চার মসে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

জেলা সংবাদ