মুক্তিযুদ্ধের নয় মাস ঢাকা ক্যান্টনমেন্টে যুদ্ধাপরাধীর আপ্যায়নে খালেদা জিয়া তাদের ভালোবেসে ফেলেছেন। তাই তিনি নিজামী মুজাহিদদের ভুলতে পারেন না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ‘একারণেই যুদ্ধাপরাধীদের বিচারে তিনি প্রত্যক্ষভাবে বাধা সৃষ্টি করছেন।’
রোববার সন্ধ্যায় মাগুরার মহম্মদপুর উপজেলার বসুর ধুলজুড়ী মাধ্যমিক ও উত্তর কুঠিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার চান না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নের খাতগুলো খালেদা জিয়ার চোখে পড়ে না। তিনি যতবার ক্ষমতায় এসেছেন ততবার বিদেশিদের কথামত দেশের শিল্প কারখানা বন্ধ করে দিয়ে মানুষকে বেকার করেছেন। লুটপাট করেছেন।
কিন্তু সব বাধা অতিক্রম করে আওয়ামী লীগ যুদ্ধাপরাধীর বিচার করবেই। এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। ’
বসুর ধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা- ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার, মাগুরা জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানি, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মান্নান, সাংবাদিক শাহিদুল হাসান খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে রাতে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী কুদ্দুস বয়াতি, মারিয়াসহ স্থানীয় শিল্পীরা।