যমুনা সারকারখানায় উৎপাদন বন্ধ

যমুনা সারকারখানায় উৎপাদন বন্ধ

গ্যাসের চাপ কমে যাওয়ায় দৈনিকি এক হাজার ৭০০ মেট্রিকটন ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে কারখানার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

যমুনা সারকারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুবা সুলতানা জানান, গত কয়েকদিন ধরে যমুনা সারকারখানায় গ্যাসের চাপ ওঠামানা করায় উৎপাদন ব্যাহত হচ্ছিল। সোমবার রাত থেকে গ্যাসের চাপ একদম কমে যাওয়ায় মঙ্গলবার ভোর ৫টার দিকে কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। গ্যাসের চাপ স্বাভাবিক হলেই পুনরায় সার উৎপাদন শুরু হবে।

জেলা সংবাদ