হোশি কুনিও হত্যা মামলায় সাফাই সাক্ষ্যগ্রহণ

হোশি কুনিও হত্যা মামলায় সাফাই সাক্ষ্যগ্রহণ

রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় আসামি পক্ষের একজনের সাফাই সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে মঙ্গলবার দুপুরে আসামি সাখাওয়াত হোসেনের পক্ষে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ মণ্ডল সাফাই সাক্ষ্য দেন।

এ মামলায় বাদী পক্ষে ৫৫ জন সাক্ষী এবং আসামি পক্ষে একজন সাফাই সাক্ষীর সাক্ষ্য দেয়ার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ফলে চলতি মাসেই এ মামলায় রায় দেয়া হবে বলে জানা গেছে। আগামী ১৯ ফেরুয়ারি মামলায় যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য করেছেন আদালত।

সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক জানান, মঙ্গলবার আসামি সাখাওয়াত হোসেনের পক্ষে আব্দুল মজিদ মণ্ডল আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন।আগামী ১৯ ফেরুয়ারি যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য করেছেন আদালত। ওই দিনই মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন বিচারক।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারী গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। তিনি রংপুর নগরীর মুন্সিপাড়ায় তার ব্যবসায়িক সহযোগী জাকারিয়া বালার বাসায় ভাড়া থাকতেন।

জেলা সংবাদ