‘অভিজ্ঞতাসম্পন্ন ও প্রশাসন পরিচালনায় দক্ষদের ওএসডি করে রাখায় বর্তমান সরকার চাইলেও আর ভালো কাজ করতে পারবে না’ বলে মন্তব্য করেছেন সাবেক বিচারপতি আব্দুর রউফ।
‘এ সংখ্যা (ওএসডি) হাজার ছাড়িয়েছে’ জানিয়ে তিনি আরো বলেছেন, ‘উল্টো এসব পদে অনভিজ্ঞদের বসানো হয়েছে। এদের দিয়ে সরকার প্রশাসন পরিচালনায় কখনোই সফল হতে পারবে না।’
রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ভিআইপি লাউঞ্জে সুশীল ফোরাম আয়োজিত ‘সাংঘর্ষিক রাজনীতি, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার’ শীর্ষক নাগরিক আলোচনা সভায় দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিচারপতি রউফ বলেন, ‘এখন বাজিকরদের হাতে দেশ চলছে। আর পাতি নেতারা ব্যস্ত এটা-ওটা দখল নিয়ে। তাই এখন আর ভালো কিছু আশা করা যায় না।’
তিনি বলেন, ‘ব্যবহারিক গণতন্ত্র বলে আজ দেশে কিছু নেই। আর এ ব্যবহারিক দিকের প্রয়োগ না হলে প্রজাতান্ত্রিক সরকার হবে, গণতান্ত্রিক নয়।’
এ প্রসঙ্গে বাংলা একাডেমীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘প্রজাতন্ত্র নয়, শব্দটি জনতন্ত্র হলে ভালো হয়।’
‘আইনের শাসন সঠিক গুণাগুণ সম্পন্ন হতে হবে’ মন্তব্য করে বিচারপতি রউফ বলেন, ‘রেডিমেট অনেক আইন আসছে যেগুলোতে অনেক ভুল থেকে যায়। দলগুলো নিজেদের অবস্থানের কথা চিন্তা করে অন্য আইন কাটছাট করে নতুন নতুন আইন করছে। কিন্তু এভাবে নয়, বরং আইনের পরিশুদ্ধতা দরকার।’
‘সুন্দর নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে নতুন প্রজন্ম কাউকেই খাতির করবে না’ বলেও ক্ষমতাসীনদের সতর্ক সাবেক এ বিচারপতি।
আয়োজক সংগঠনের সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য টিএম গিয়াস উদ্দিন আহমেদ, ইসলামী ঐক্যজোট মহাসচিব মওলানা আব্দুল লতিফ নেজামী, জামায়াতের সংসদ সদস্য মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার প্রমুখ।