মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার সীমাখালীর চিত্রা নদীর উপর নির্মিত সেতুটি আজ সকালে তিনটি যানবহনসহ ধসে পড়েছে। ফলে এখানকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে ।
প্রায় ৫০ টন ওজনের দুটি ১০ চাকার পাথর বোঝাই ট্রাক ব্রীজের উপর দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এক বাইসাইকেল আরোহীসহ দুইজন আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বেনাপোল থেকে যাতায়াতকারী যানবাহনগুলোকে বিকল্প সড়কে ঝিনাইদহ হয়ে প্রায় ৩০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
মাগুরা সড়ক ও জনপথ বিভাগের সহকারি প্রকৌশলী খলিলুর রহমান জানান, মাগুরা-যশোর সড়কের সীমাখালী ব্রীজ দিয়ে ১০ চাকার পাথর বোঝাই প্রায় ৫০ টন ওজনের দুটি ট্রাক পার হওয়ার সময় সেতুটি ভেঙ্গে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, যত দ্রুত সম্ভব সেতুটি মেরামত করা হবে। তবে বিকল্প পথে যানবহন চালাচলের ব্যবস্থাও করা হয়েছে।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার জানান, যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ চালিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুটি ১০ চাকার পাথর বোঝাই প্রায় ৫০ টন ভারি ট্রাক ব্রীজ পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, যশোর-মাগুরা মহাসড়কের মাগুরা অংশের সীমাখালী সেতু আজ সকালে ভেঙ্গে পড়েছে।
অতিরিক্ত পাথরবাহী যানবাহন চলাচলের কারণে সেতুটি ভেঙ্গে গেছে।
বিজ্ঞপ্তিতে এ সড়ক ব্যবহারকারী যানবাহনসমূহকে বিকল্প পথ হিসেবে যশোর-ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক এবং যশোর-নড়াইল-মাগুরা আঞ্চলিক সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
সীমাখালী সেতুটি জরুরিভিত্তিতে পুনঃনির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।