অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার হবে: সংসদ উপনেতা

অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার হবে: সংসদ উপনেতা

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, ‘আমরা অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার করবো। শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার করা।’

রোববার ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের সব কার্যক্রম সবার পছন্দ নাও হতে পারে। তবে এ বিষয়ে সুস্পষ্টভাবে জানাতে হবে।’

ফরিদপুর জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা শুরু হয়।

সভায় জেলা প্রশাসক ফরিদপুর জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রেজা বিশ্বাস, ফরিদপুর জেলা পরিষদ প্রশাসক কাজী জায়নুল আবেদীন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় বসাক, জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিনিধি, বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যানরাসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

রাজনীতি