কানাডার আদালত পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ না পাওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই অভিনন্দন জানানো হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এ রকম মিথ্যা অভিযোগে পদ্মাসেতুর কাজ থমকে না গেলে ২০১৪ সালেই পদ্মাসেতুর কাজ সম্পন্ন হতো। পদ্মাসেতু আগে হলে আমাদের জিডিপির প্রবৃদ্ধি আরো বেড়ে যেত।