রিয়ালের আরেকটি হতাশার রাত

রিয়ালের আরেকটি হতাশার রাত

স্প্যানিশ লা লিগায় রোববার রাতে রিয়াল মাদ্রিদকে আটকে দিয়েছে ভ্যালেন্সিয়া। আক্রমণ পাল্টা আক্রমণের পসরা সাজিয়েও গোলের দেখা পায়নি কোনও পক্ষ।

ফল: রিয়াল মাদ্রিদ ০-০ ভ্যালেন্সিয়া

সান্তিয়াগো বার্নাব্যুর এই ম্যাচে রিয়ালের আধিপত্য থাকলেও পুরোটা সময় জুড়েই একের পর এক পাল্টা আক্রমণ হেনেছে সফরকারীরা। তবে দুপক্ষই সহায়তা পায়নি ভাগ্যের। গোল পোস্ট থেকেও প্রতিহত হয়েছে কয়েকটি শট। এছাড়া ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গুয়াইতা এদিন যেন পরিণত হয়েছিলেন শক্ত রক্ষণদুর্গে। রিয়ালের আক্রমণ ভাগকে কয়েকবারই হতাশ করেছেন তিনি।। রিয়ালের ইকার ক্যাসিয়াসও নিশানা ভেদ করতে দেননি সফরকারীদের।

৮ মিনিটে পুর্তগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদোর শট গোল পোস্টে লেগে ফিরে না এলে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। ৩৫ মিনিটে ভ্যালেন্সিয়াকেও গোল বঞ্চিত করেন রিয়াল গোলরক্ষক ক্যাসিয়াস। দারুণ দক্ষতায় অধিনায়ক ফিরিয়ে দেন ফরোয়ার্ড পাবলো পিয়াত্তির শট।

বিরতির পর ৪৬ মিনিটে রোনালদোকে হতাশ হতে হয় প্রতিপক্ষ গোল রক্ষকের জন্য। ঠেকিয়ে দেন রোনালদোর শট। শেষ বাঁশি বাজার আগে রিয়াল সফল হতে পারেনি ভ্যালেন্সিয়ার রক্ষণ দ্বারের এই প্রহরীর জন্য।

রিয়াল মাদ্রিদের এই হোঁচটের জন্য শিরোপা দৌঁড়ে কাছাকাছি চলে এসেছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। বার্সার থেকে পয়েন্ট ব্যবধান ছয় থেকে কমে চারে নেমে এসেছে হোসে মরিনহোর দলের। বার্সা কোচ গার্দিওলা তো শিরোপার আশা ছেড়েই দিয়েছিলো। বার্সাকে টপকে ১০ পয়েন্ট উপরে চলে গিয়েছিলো রিয়াল। সেখান থেকে তিন ম্যাচ ড্রর জন্য পয়েন্ট ব্যবধান চারে নেমে এসেছে রিয়ালের। তাই বর্তমান চ্যাম্পিয়ন বার্সার পালেও এসেছে শিরোপার আশা।

৭৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে রিয়াল। অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা বার্সার সংগ্রহ ৭৫ পয়েন্ট।

খেলাধূলা