টাঙ্গুয়ার হাওরে জেলেদের হামলায় নিহত ১

টাঙ্গুয়ার হাওরে জেলেদের হামলায় নিহত ১

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে জেলেদের হামলায় মুছাব্বির মিয়া (৫৫) নামে অপর এক জেলে নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ২টার দিকে হাওরের মাছের অভয়াশ্রম খ্যাত আলমদোয়ার নদী সংলগ্ন তেগাং (তিন নদীর মোহনা) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুছাব্বির মিয়া তাহিরপুর উপজেলার ছিলানিতাহিরপুর (নতুনহাটি) গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আলাল মিয়া নামে এক জেলেকে আটক করেছে উত্তেজিত জনতা।

নিহতের স্বজন সাফাকুল ইসলাম আফজলসহ এলাকাবাসী জানান, রোববার দিবাগত মধ্যরাতে টাঙ্গুয়ার হাওরের মাছের অভয়াশ্রম হিসেবে পরিচিত আলমদোয়ার নদী সংলগ্ন তেগাং (তিন নদীর মোহনা) এলাকায় মোছাব্বির মিয়া তার ছেলে তোফায়েলকে (২০) নিয়ে ছোট নৌকাযোগে গুঁই দিয়ে মাছ শিকার করছিলেন।

এসময় খালাশ্রীপুর গ্রামের খালিক মিয়ার ছেলে বদিউজ্জামান একদল জেলেদের নিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার সময় মোছাব্বির মিয়ার নদীতে পাতানো গুঁইগুলোর ক্ষতি হয়।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘবদ্ধ মাছ শিকারি চক্রটি মুছাব্বির মিয়াকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ছেলে তোফায়েলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ঘটনাস্থল থেকে অন্যরা পালিয়ে গেলেও বদিউজ্জামানের ভাই আলালকে আটক করে উত্তেজিত জনতা।

পুলিশ সুপার মো. হারুন অর-রশীদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়  ব্যবস্থা নেয়া হবে।

জেলা সংবাদ