বাংলাদেশের রাজধানী ঢাকাকে সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকির শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডিপ্লোম্যাটিক সিকিউরিটির (ওসাক) এক প্রতিবেদনে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের জন্য শহরটি উচ্চমাত্রার নিরাপত্তার হুমকিতে রয়েছে। এ ছাড়া বাংলাদেশে সড়ক যোগাযোগে নিরাপত্তা ঝুঁকি আরও বেড়েছে। অার বিমানবন্দরকেন্দ্রিক নিরাপত্তা ঝুঁকিও কমেনি।
ওসাকের ওই প্রতিবেদনটি গত শনিবার তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তায় ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের ঘটনা গত এক বছরে বেড়েছে। রাজধানীর গুলশান এলাকায় একাধিক রাজনৈতিক দলের কার্যালয় থাকার কথা উল্লেখ করে ওইসব কার্যালয় সংলগ্ন সড়কে চলাচল না করতে কূটনীতিক ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশের বিমানবন্দর দিয়ে চলাচল ও পার্বত্য চট্টগ্রামে ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।