বান্দরবানের রুমা এবং লামা উপজেলায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে জেলা পরিষদ।
রোববার সকালে বান্দরবান জেলা প্রশাসক মিলানায়তনে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভায় এই নির্দেশনা দেয়া হয়।
এছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্ত দিয়ে মাদকদ্রব্য প্রবেশ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেয়া হয়। এসময় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য পৌর সভাকে অনুরোধ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র ইসলাম বেবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।